৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ভরি ১ লাখ ১৪ হাজার টাকা, সোনার দামে আবার রেকর্ড

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার ঘোষণা দিয়েছে। বিজ্ঞপ্তিতে জুয়েলার্স সমিতি বলছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় তার সঙ্গে সংগতি রেখে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এ দফায় প্রতি ভরিতে সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ৯১৬ টাকা বাড়ানো হচ্ছে। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা। এখন পর্যন্ত এটিই দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম। আগামীকাল শুক্রবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

সর্বশেষ ১৯ মার্চ সোনার দাম সমন্বয় করেছিল জুয়েলার্স সমিতি। তখন ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা কমানো হয়। তাতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়ায় ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা।

জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, আগামীকাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ৯১৬ টাকা বৃদ্ধি পেয়ে ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা হবে। আর প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা বেড়ে বিক্রি হবে ১ লাখ ৮ হাজার ৮৮৩ টাকায়।

এ ছাড়া ১৮ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। তাতে এই মানের সোনার নতুন দাম হবে ভরিপ্রতি ৯৩ হাজার ৩১২ টাকা। আর প্রতি ভরি সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৯৮৩ টাকা বেড়ে ৭৭ হাজার ৭৯৯ টাকা হবে।

সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি।

দাম কমানোর আগে আজ পর্যন্ত দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকায়, ২১ ক্যারেটের সোনা ১ লাখ ৬ হাজার ১৪২ টাকায়, ১৮ ক্যারেটের সোনা ৯০ হাজার ৯৭৯ টাকায় ও সনাতন পদ্ধতির সোনা ৭৫ হাজার ৮১৬ টাকায় বিক্রি হয়েছে।

গত বছর, অর্থাৎ ২০২৩ সালে দেশের বাজারে সোনার দাম বেশ কয়েক দফায় বেড়েছিল। ফলে ভালো মানের প্রতি ভরি সোনার দাম লাখ টাকা ছাড়িয়ে যায়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জুলাই আন্দোলনে হত্যা মামলায় শামীম ওসমানের ছেলে অয়নসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের পহেলগাঁওয়ে জুলাই আন্দোলনের সময় মাছ ব্যবসায়ী মো. মিলন হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়নসহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি

২০২৪ সালের বন্যা ছিল অপ্রত্যাশিত ও গভীর ক্ষতির: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বন্যাকে ‘স্বাভাবিক বন্যা’ নয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এটি ছিল সম্পূর্ণ ভিন্ন মাত্রার। তিনি বলেন, “আমরা যখন

ভারতের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসের প্রমাণ পেয়েছে পাকিস্তান: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে দায়ী করার প্রেক্ষাপটে মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে,

কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলায় ভারতীয় সেনাকে দায়ী করলেন শহীদ আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সশস্ত্র হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনায় ভারতীয় সেনাবাহিনীকে দায়ী করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শহীদ আফ্রিদি। পাকিস্তানের টেলিভিশন

Scroll to Top