২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

রাজধানীর উত্তরায় নিষিদ্ধ সংগঠনের নেতা শেখ ইয়াছিন আরাফাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

রাজধানীর উত্তরায় নিষিদ্ধ সংগঠনের নেতা শেখ ইয়াছিন আরাফাতকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ১২/১৩ মোড় এলাকা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি শাখার ১নং সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সূত্র জানায়, জুলাই আন্দোলনে উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।

কীভাবে গ্রেফতার হলো?

স্থানীয় একটি সূত্র জানায়, রোববার সন্ধ্যায় উত্তরা ১৩ নম্বর সেক্টর ফার্নিচার মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন ছাত্র তাকে আটক করে। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশের বক্তব্য

রাতে আটকের সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক জানান, “তার বিরুদ্ধে ছাত্রহত্যার মামলা রয়েছে। এটাই সঠিক তথ্য।”

এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top