২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংকক গেলেন প্রধান উপদেষ্টা

দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা করেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বুধবার এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জানান, ৩-৪ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠেয় এই সম্মেলনে অংশ নেবেন তিনি। সফরে তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

সম্মেলনের পাশাপাশি প্রধান উপদেষ্টা বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া, দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।

বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। ব্যাংকক সময় শুক্রবার বিকাল ৩টা ৪৫ মিনিটে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সম্মেলনের তৃতীয় দিনে আনুষ্ঠানিকভাবে আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবে বাংলাদেশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top