২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি

দশমিনায় বরাদ্দ বণ্টনে অনিয়ম ও সালিশ বাণিজ্যের অভিযোগে তদন্তে নেমেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি বরাদ্দ বণ্টনে হস্তক্ষেপ ও সালিশ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় বিএনপি সাতটি ইউনিয়নের জন্য সাতটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. রাজিব মিয়া তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ সংক্রান্ত একটি চিঠি প্রকাশ করেন। চিঠিতে উপজেলার দশমিনা সদর, আলীপুরা, রনগোপালদী, চরবোরহান, বেতাগী-সানকিপুর, বাঁশবাড়িয়া ও বহরমপুর ইউনিয়নের নেতাকর্মীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের কথা উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, সরকারি বরাদ্দ বিতরণে দলীয় পরিচয় ব্যবহার করে প্রভাব খাটানো, ব্যক্তিস্বার্থে সালিশ বাণিজ্যে যুক্ত থাকা এবং এসব কর্মকাণ্ডে জড়িতদের ব্যাপারে উপজেলা বিএনপির কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ যাচাই করতে প্রতিটি ইউনিয়নে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম শানু বলেন, “যারা এই ধরনের অনিয়মে জড়িত, তারা সত্যিকারের বিএনপি কর্মী কি না, সেটি আমরা যাচাই করছি। আমাদের লক্ষ্য হলো একটি মাদক ও চাঁদাবাজমুক্ত বিএনপি গড়ে তোলা।”

তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ও জনসাধারণের আস্থা ফিরিয়ে আনতেই এ ধরনের তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। তদন্ত শেষে প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

চিন্ময়ের জামিন নিয়ে প্রশ্ন তুললেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

  নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হাইকোর্ট থেকে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছেন না। তিনি বলেন,

লালমোহনে শ্রমিক দলের আয়োজনে মে দিবস পালিত

মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, ভোলা প্রতিনিধিঃ ১ মে মহান মে দিবস উপলক্ষে ভোলার লালমোহনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল,

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গোমস্তাপুরে বিএনপির র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আজ মহান ১ লা মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে

শহীদ জিয়াউর রহমানকে স্বৈরশাসক বলা সাংবাদিকের পক্ষে ছাত্রদলের বিবৃতি

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বৈরশাসক বলা সাংবাদিকের পক্ষে কেন্দ্রীয় ছাত্রদল ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিবৃতি জানিয়েছে। বিবৃতিতে

Scroll to Top