২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

কিছু অভিযোগ নিয়ে দুদকে হাসনাত – সারজিস

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ

কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ন্যাশনাল কনসেনসাস পার্টির (এনসিপি) উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম।

বুধবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে দুদক কার্যালয় থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা।

হাসনাত আব্দুল্লাহ জানান, তারা কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ নিয়ে কমিশনে এসেছেন এবং তা লিখিত আকারে দাখিল করেছেন। তবে সাংবাদিকদের একাধিক প্রশ্নের পরও তিনি অভিযোগের বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন। তার ভাষায়, “এটা ভেরি কনফিডেনশিয়াল। এখন বলে দিলে তো আর কনফিডেনশিয়াল থাকল না। তাছাড়া অপরাধীরা সতর্ক হয়ে যাবে।”

সারজিস আলম বলেন, অতীতে দুদককে রাজনৈতিকভাবে ব্যবহার করে কেউ কেউ সাম্রাজ্য গড়েছেন, আবার অনেক নিরপরাধ মানুষকেও হয়রানির শিকার হতে হয়েছে। তবে তারা আশা করেন, এবার এমন কিছু ঘটবে না। তাদের অভিযোগগুলো সুষ্ঠুভাবে খতিয়ে দেখা হবে বলে প্রত্যাশা করেন তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top