১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ইসরাইলের নতুন হামলায় গাজায় ২৪ ঘণ্টায় নিহত ২৯, উদ্বেগ বাড়াচ্ছে মানবিক পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বর্বরোচিত হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত এই হামলা চালায় ইসরাইলি বাহিনী। খবর আল–জাজিরার।

ইসরাইলের বাধার কারণে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস। তিনি বলেন, “ত্রাণ প্রবেশে বাধার ফলে গাজায় রোগব্যাধি ও মৃত্যুর ঝুঁকি বেড়েছে। বর্তমানে ১০ হাজারেরও বেশি মানুষকে জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য বিদেশে সরিয়ে নেওয়া প্রয়োজন।”

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলের এই আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ৮৮৬ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৫ হাজার ৮৭৫ জন আহত হয়েছেন। তবে সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে, মৃত্যুর প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। ধ্বংসস্তুপের নিচে আটকা পড়া বহু মানুষকেও মৃত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, টানা ১৫ মাস সামরিক অভিযানের পর গত ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরাইল। যুদ্ধবিরতির পর প্রায় দুই মাস শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করলেও গত মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ফের বিমান হামলা শুরু করে ইসরাইল। হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে এই হামলা শুরু হয় বলে দাবি করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন হামলায় এখন পর্যন্ত এক হাজার ৫২২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় তিন হাজার ৮০০ জন। এই হামলার মাধ্যমে কার্যত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল।

জাতিসংঘের হিসাবে, এই দীর্ঘমেয়াদি আক্রমণের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং অবরুদ্ধ উপত্যকার প্রায় ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক হামলায় ইসরাইলে এক হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০–র বেশি মানুষকে গাজায় বন্দি করে নিয়ে যাওয়া হয়। এরই জেরে ইসরাইল গাজায় ব্যাপক বিমান ও স্থল হামলা শুরু করে, যা এখনও পর্যন্ত থামেনি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নতুন বাবরি মসজিদ বানাবে পাকিস্তানি সেনারা: মোহাম্মদ জাই খান

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: ভারতের উত্তরপ্রদেশের অযোদ্ধায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে ‘নতুন বাবরি মসজিদের প্রথম ইট’ পাকিস্তানি সেনারা স্থাপন করবেন বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের

এলওসিতে উত্তেজনা: পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়ায় পালাল ভারতের ৪ যুদ্ধবিমান

নিজস্ব প্রতিবেদক: গভীর রাতে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছাকাছি এসে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) ধাওয়া খেয়ে পালিয়ে যায় ভারতের ৪টি যুদ্ধবিমান। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে এ

ভারতের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসের প্রমাণ পেয়েছে পাকিস্তান: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে দায়ী করার প্রেক্ষাপটে মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে,

কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলায় ভারতীয় সেনাকে দায়ী করলেন শহীদ আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সশস্ত্র হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনায় ভারতীয় সেনাবাহিনীকে দায়ী করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শহীদ আফ্রিদি। পাকিস্তানের টেলিভিশন

Scroll to Top