২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

বাংলা নববর্ষের ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’

নিজস্ব প্রতিবেদক:
বাংলা নববর্ষ উদযাপনের ঐতিহ্যবাহী ‘মঙ্গল শোভাযাত্রা’ এবার নতুন নাম পেয়েছে। এর নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম বলেন, “সকলকে সঙ্গে নিয়ে এবারের শোভাযাত্রা আনন্দময় হবে।”

এর আগে, ২৩ মার্চ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। তবে পরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে, ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় উপদেষ্টা জানান, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করার সিদ্ধান্ত হয়নি।

এ সময় তিনি আরও বলেন, নাম পরিবর্তন সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নেবে এবং তার আগের মন্তব্যটি ‘মিসকোট’ করা হয়েছে বলেও মন্তব্য করেন।

পরবর্তী সময়ে বর্ষবরণের প্রস্তুতির বিষয়ে বিভিন্ন সংবাদ সম্মেলনে উপদেষ্টা ফারুকী ‘শোভাযাত্রা’ শব্দটি ব্যবহার করলেও ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি এড়িয়ে যান। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকেও সাংবাদিকদের পাঠানো আমন্ত্রণপত্রে ‘মঙ্গল শোভাযাত্রা’ না লিখে কেবল ‘শোভাযাত্রা’ উল্লেখ করা হয়।

এবারের শোভাযাত্রার নাম পরিবর্তন এবং এর আয়োজনে নতুনত্বের দিকে ইঙ্গিত করছে, যা বাংলা নববর্ষ উদযাপনের ঐতিহ্যকে আরও আনন্দময় করার আশা জাগাচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top