নিজস্ব প্রতিবেদক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ জনেরও বেশি মানুষের মৃত্যুর ঘটনা ‘একটি ভুল’ বলে মন্তব্য করেছেন। রোববার (১৩ এপ্রিল) তিনি এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন, “এটা ভয়ানক ছিল এবং আমি জানি যে, তারা ভুল করেছে। তবে আমি মনে করি এটি একটি ভয়ংকর ঘটনা।”
তিনি আরও বলেন, “যুদ্ধ শুরু করাটা ক্ষমতার অপব্যবহার। যুদ্ধটা লজ্জার। যদি আমি প্রেসিডেন্ট হতাম, কখনও যুদ্ধ শুরু হতে দিতাম না।” তবে, ট্রাম্প স্পষ্ট করেননি যে, কোন সূত্র তাকে এই তথ্য দিয়েছে যে হামলাটি ‘ভুল’ ছিল।
ট্রাম্প বলেন, “এটি বাইডেনের যুদ্ধ। এটি আমার যুদ্ধ নয়। আমি শুধুমাত্র যুদ্ধ বন্ধ করার চেষ্টা করছি, যাতে আমরা আরও বেশি জীবন বাঁচাতে পারি।”
এদিকে, ইউক্রেন জানিয়েছে যে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, যারা ‘পাম সানডে’ উদ্যাপন করতে সুমি শহরে জড়ো হয়েছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘অবমাননাকর’ বলে উল্লেখ করেছেন এবং বিশ্ব সম্প্রদায়কে এর বিরুদ্ধে চুপ থাকলে চলবে না বলে সতর্ক করেছেন।
জেলেনস্কি আরও বলেন, “মস্কো নিশ্চিত যে তারা দায়মুক্তির সঙ্গে হত্যা চালিয়ে যেতে পারে, আর এর জন্য কিছু পদক্ষেপ প্রয়োজন।” তবে, রুশ কর্তৃপক্ষ এখনো এই হামলা সম্পর্কে কোনও মন্তব্য করেনি।