৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

খোকসা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি গঠন

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের আওতায় একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে পৌরসভা কার্যালয়ে, আজ রাত ৯ ঘটিকায়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান আলেম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখার সেক্রেটারি হযরত মাওলানা নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আল্লাহভীতির সঙ্গে দ্বীনি দায়িত্ব পালন ও সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে। কমিটির সকল সদস্যদের আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং প্রত্যাশা করি, তারা আল্লাহর বিধান অনুযায়ী সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনিসুর রহমান সোনা, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা পৌর শাখা। তিনি বলেন, “ইসলামী আন্দোলনের লক্ষ্য শুধু রাজনৈতিক নয়, এটি একটি পূর্ণাঙ্গ সমাজ গঠনের আন্দোলন। নতুন নেতৃত্বের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা ন্যায় ও সত্যের পথে আরও এগিয়ে যাব।

সভাপতিত্ব করেন মো. খোকন বিশ্বাস, যিনি দৃঢ়তার সঙ্গে অনুষ্ঠানটি পরিচালনা করেন।

সভায় আনুষ্ঠানিকভাবে ১৮ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সদস্যরা হলেন, সভাপতি: মো. কামরুল ইসলাম, সহ-সভাপতি: মো. আল আমিন, সেক্রেটারি: মো. আসগর আলী, সাংগঠনিক সম্পাদক: মো. ফারুক হোসেন
বক্তারা সকলেই আশাবাদ ব্যক্ত করেন যে, নবগঠিত এই কমিটি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে ন্যায় ও নীতির আলো ছড়াবে এবং সাধারণ মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top