৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

এনসিপির সাধারণ সভা: বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আন্দোলন তীব্র করার ঘোষণা দিয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত তৃতীয় সাধারণ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্যসচিব আখতার হোসেন।

সভায় দলীয় কর্মসূচির অংশ হিসেবে চলতি সপ্তাহেই ঢাকা মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়াও সভায় অঞ্চলভিত্তিক সাংগঠনিক নীতিমালা নির্ধারণ, সংস্কার বিষয়ক প্রস্তাবনা প্রণয়ন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সীমান্ত হত্যার প্রতিবাদে কার্যকর নীতিমালা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন ও ভারতে ওয়াকফ বিলবিরোধী আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদ জানায় দলটি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জনমনে স্বস্তি ফেরানোর দাবিও তুলে ধরা হয়।

দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রস্তাব করেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। এতে দেশের ৬৪টি জেলাকে ১৯টি জোনে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটি গঠনের ক্ষেত্রে জেলা কমিটি সর্বনিম্ন ৩১ ও সর্বোচ্চ ৫১ সদস্য এবং উপজেলা কমিটি সর্বনিম্ন ২১ ও সর্বোচ্চ ৪১ সদস্য নিয়ে গঠনের সিদ্ধান্ত হয়। উভয় কমিটির আহ্বায়ক হতে হলে বয়স কমপক্ষে ৪০ বছর হতে হবে।

এছাড়া, দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের অভিযোগ তদন্তে একটি সাংগঠনিক ‘শৃঙ্খলা ও তদন্ত কমিটি’ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই কমিটির ঘোষণা আসছে রোববার (২০ এপ্রিল)।

সভা শুরু হয় কেন্দ্রীয় সংগঠক খায়রুল কবিরের মায়ের মৃত্যুতে শোক প্রকাশের মধ্য দিয়ে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৫১, মোট প্রাণহানি ছাড়াল ৫২ হাজার

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের সাম্প্রতিক হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১৩ জন। এতে করে ২০২৩ সালের

পানিবন্ধের হুমকির জবাবে ‘পাথর ছোড়ার’ হুঁশিয়ারি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ভারতের পানিবন্ধের হুমকির কড়া জবাব দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেছেন, “একটি ইট এলে তার জবাবে আমরা পাথর ছুড়ব।” মঙ্গলবার

বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কিস্তি না দিলে নিজেদের মতো করে বাজেট করব বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ =। সচিবালয়ে মঙ্গলবার সরকারি

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার সাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে ডিমলায় ব্যাপক বিক্ষোভ

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে সাবেক সাংসদ নীলফামারী-১ ও নীলফামারী জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার সাহরিন ইসলাম চৌধুরী তুহিনেরমুক্তির দাবিতে

Scroll to Top