৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

সিরিয়া-আজারবাইজান প্রথম বৈঠক: জ্বালানি খাতে নতুন সহযোগিতার সম্ভাবনা

 

নিজস্ব প্রতিবেদক:
অ্যান্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের পার্শ্ববৈঠকে প্রথমবারের মতো বৈঠকে মিলিত হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার তেল ও গ্যাস খাত পুনর্গঠনে আজারবাইজানের সম্ভাব্য সহায়তা নিয়ে এই বৈঠকে আলোচনা হয় বলে জানিয়েছেন কূটনৈতিক সূত্ররা।

সূত্র জানায়, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের তেল-গ্যাস ক্ষেত্রগুলো বর্তমানে যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (SDF)-এর নিয়ন্ত্রণে থাকলেও, সিরিয়া সেখানে আজারবাইজানের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সোকার (SOCAR)-কে সম্পৃক্ত করে উন্নয়ন পরিকল্পনা করছে।

চলতি মাসেই সোকার তুর্কি শাখার প্রধান এলচিন ইবাদোভ জানিয়েছেন, কৌশলগত স্বার্থ থাকলে তারা সিরিয়ায় কাজ করতে প্রস্তুত। এরইমধ্যে এসডিএফ ও সিরীয় সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার ফলে প্রশাসনিক নিয়ন্ত্রণ সিরীয় সরকারের হাতে ফেরত যাওয়ার কথা রয়েছে।

নতুন সরকারের পরিকল্পনা অনুযায়ী, তেল-গ্যাস আয়ের ৭০% যাবে কেন্দ্রীয় সরকারে, আর ৩০% ব্যবহার হবে স্থানীয় চাহিদা পূরণে।

এদিকে, একজন তুর্কি কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়া-আজারবাইজান ঘনিষ্ঠতা ইসরায়েলের শঙ্কা কমাতে পারে। বিশেষ করে যখন ইসরায়েল সিরিয়ার ঘাঁটিতে হামলা চালাচ্ছে এবং তুরস্ক ও ইসরায়েল আজারবাইজানে ডিকনফ্লিকশন বৈঠক করছে।

বর্তমানে সিরিয়ায়:

  • দৈনিক তেল উৎপাদন: ১.১০ লাখ ব্যারেল (২০১০ সালে ছিল ৩.৮৫ লাখ ব্যারেল)
  • গ্যাস উৎপাদন: ৯.১ মিলিয়ন ঘনমিটার (২০১০ সালে ছিল ৩০ মিলিয়ন ঘনমিটার)
  • উৎপাদনের বড় অংশ এসডিএফ-নিয়ন্ত্রিত

যুদ্ধকালীন নিষেধাজ্ঞায় ১১টি বড় তেল কোম্পানি সিরিয়া ছেড়ে গিয়েছিল। তবে এবার ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। যুক্তরাষ্ট্রও ‘জেনারেল লাইসেন্স ২৪’ জারি করে ছয় মাসের জন্য লেনদেন অনুমোদন দিয়েছে, যা ৮ জুন শেষ হবে।

অন্যদিকে ওয়াশিংটনের শর্ত আরও কঠোর হচ্ছে— যেমন, সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান ও ফিলিস্তিনি দলগুলোকে বহিষ্কার।

এই পরিস্থিতিতে, আঞ্চলিক ভারসাম্য বজায় রেখে আজারবাইজানের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে জ্বালানি খাতকে কেন্দ্র করে অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিত করতে চায় নতুন সিরীয় সরকার।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করছেন শিন বেটপ্রধান রোনেন বার

নিজস্ব প্রতিবেদক: পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরাইলে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান রোনেন বার। সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি জানান, আগামী ১৫ জুন তিনি

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনা: শান্তি চান এরদোগান

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর চলমান এই সংঘাত

কাশ্মিরে পর্যটক হত্যা: পারমাণবিক হামলার হুমকি পাকিস্তানি মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। এরই মধ্যে পারমাণবিক

গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৫৩ ফিলিস্তিনি

নিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে অন্তত ৫৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা মেডিকেল সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা

Scroll to Top