নিজস্ব প্রতিবেদক:
জুলাই-আগস্টে ‘হত্যা-গণহত্যার’ অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও আরও ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) সকাল থেকে একে একে আসামিদের ট্রাইব্যুনালে আনা হয়। শুনানি চলছে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আসামিদের তালিকায় রয়েছেন:
- সাবেক মন্ত্রী: শাজাহান খান, কামরুল ইসলাম, লে. কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী
- সাবেক প্রতিমন্ত্রী: জুনাইদ আহমেদ পলক
- উপদেষ্টা: সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী চৌধুরী
- অন্যান্য: সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলায়মান সেলিম, সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান
এর আগে, ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০ এপ্রিল দিন ধার্য করে তাদের হাজিরের আদেশ দেন। অভিযোগ অনুযায়ী, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যা সংঘটনের সঙ্গে জড়িত ছিলেন অভিযুক্তরা।
ট্রাইব্যুনালে আজকের শুনানিতে অভিযোগের প্রাথমিক বিশ্লেষণ, তদন্ত অগ্রগতি এবং জামিন সংক্রান্ত বিষয়াদি আলোচনার সম্ভাবনা রয়েছে।