২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি

ভোলায় এনসিটিএফ এর নির্বাচন অনুষ্ঠিত

মোহাম্মদ নয়ন, ভোলা প্রতিনিধিঃ

দ্বীপজেলা ভোলায় জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩এপ্রিল) বাংলাদেশ শিশু একাডেমি, ভোলা জেলার হলরুমে উৎসব মুখর পরিবেশে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), ভোলা জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়েস বাংলাদেশের সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মোঃ জাহিদ হোসেন।
এসময় সঞ্চালনা করেন ইয়েস বাংলাদেশ, ভোলা জেলার ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) এবং রিমা আক্তার শিমু।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন তাসফিয়া রশিদ তমা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদ হোসেন।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ওয়াহিদ তওসিফ সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রুকাইয়া, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সুমাইয়া আক্তার, চাইল্ড পার্লামেন্ট সদস্য (মেয়ে) নির্বাচিত হয়েছেন নুর ফাতেমা, চাইল্ড পার্লামেন্ট সদস্য (ছেলে) নির্বাচিত হয়েছেন মোঃ জাবের, শিশু গবেষক (মেয়ে) নির্বাচিত হয়েছেন সাফা ইসলাম, শিশু গবেষক (ছেলে) নির্বাচিত হয়েছেন আশফিক, শিশু গবেষক (মেয়ে) নির্বাচিত হয়েছেন তাসকিনা মেহজাবিন অধরা, শিশু গবেষক (ছেলে) নির্বাচিত হয়েছেন মেহেদী হোসেন।
নির্বাচনে এনসিটিএফ, ভোলা জেলার সাধারণ সদস্যরা ভোট প্রদানের মাধ্যমে কার্যনির্বাহী কমিটির সদস্যদের নির্বাচিত করেন। এসময় ইয়েস বাংলাদেশ, ভোলা জেলার সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এনসিটিএফ নবনির্বাচিত কমিটির সদস্যরা ভোলা জেলায় শিশুদের প্রতিনিধিত্ব করবে এবং শিশুদের অধিকার আদায়ে কথা বলবে ও কাজ করবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জনতার পুলিশ হওয়া জরুরী

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি ‘রাষ্ট্র যখন নিপীড়ক হয়ে ওঠে, তখন পুলিশকে জনতার পুলিশ হতে দেয় না’, এমন মন্তব্য করে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত এবং জনতার

আবু সাঈদের জীবন দান দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দার্শনিক ঘটনা: ফরহাদ মজহার

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি বিশিষ্ট কবি ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, নিজের জীবনকে তুচ্ছ করে আবু সাঈদ বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। শহীদ আবু সাঈদ

হৃদয় বিদারক ট্র্যাজেডি, দাদী এভাবেই কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, মোবাইল কেড়ে নেওয়ায় অভিমান করে আত্মহত্যা করল ষষ্ঠ শ্রেণির ছাত্র তাহসান!

মোঃ নুর আলম পাপ্পু, কুষ্টিয়া প্রতিনিধিঃ অদ্য ০১ মে ২০২৫ এক বুক কান্না নিয়ে বারবার একই কথা বলছিলেন তাহসানের দাদী “ও তো আমাকে কিছু বলেনি,

দীঘিনালায় উপজেলা প্রশাসনের আয়োজনে মে দিবস পালিত

মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়ি জেলার দীঘিনালায় আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে

Scroll to Top