নিজস্ব প্রতিবেদক:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের সাম্প্রতিক হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১৩ জন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৩৬৫ জনে। আহত হয়েছেন এক লাখ ১৭ হাজার ৯০৫ জন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এবং গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বা রাস্তায় পড়ে রয়েছেন, যাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না।
প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের মুখে ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হলেও, মার্চের তৃতীয় সপ্তাহে গাজা থেকে সেনা প্রত্যাহার ইস্যুতে হামাসের সঙ্গে মতানৈক্যকে কেন্দ্র করে ফের হামলা শুরু করে তারা।
এরপর ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন হামলায় এখন পর্যন্ত ২ হাজার ২৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ হাজার ৮০০ জনেরও বেশি।
জাতিসংঘ জানিয়েছে, চলমান আগ্রাসনের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং উপত্যকার অধিকাংশ অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।