নিজস্ব প্রতিবেদক:
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সশস্ত্র হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনায় ভারতীয় সেনাবাহিনীকে দায়ী করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শহীদ আফ্রিদি। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘সেখানে পটকা ফোটালেও ভারত দোষ চাপায় পাকিস্তানের ওপর।’
আফ্রিদি ক্ষোভ প্রকাশ করে বলেন, “তোমাদের আট লাখ সেনা রয়েছে কাশ্মীরে। আর তোমরা পর্যটকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে, তার মানে তোমরা কোনো কাজের না।”
ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে আফ্রিদি বলেন, “পহেলগাঁওয়ে হামলার এক ঘণ্টার মধ্যেই ভারতীয় মিডিয়া বলিউডে পরিণত হয়। আল্লাহর ওয়াস্তে, সবকিছু বলিউড বানিয়ে ফেলো না।”
তিনি আরও বলেন, “তারা (ভারতীয় মিডিয়া) মৃতকে জীবিত করে তোলে, আবার যে মরে গেছে তাকেও জাগিয়ে তোলে। বলিউডও আছে এই তালিকায়।”
আফ্রিদি পুরনো অভিজ্ঞতার কথা তুলে ধরে জানান, ১৯৯৯ সালে পাকিস্তান যখন ভারতে সিরিজ খেলতে গিয়েছিল, তখন ব্যাঙ্গালুরুতে তাদের ওপর হামলা হয়েছিল। এরপর বহুবার হুমকি পেলেও ভারত এসব বিষয় উপেক্ষা করে পাকিস্তানে খেলতে আসতে চায় না বলে অভিযোগ করেন তিনি।
এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের করণীয় নিয়েও মত দেন সাবেক এই অলরাউন্ডার। তিনি বলেন, “পিসিবির এখন লবিং শক্তিশালী করা উচিত। আইসিসি ও অন্যান্য বোর্ডের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে হবে।”
শেষে আফ্রিদি বলেন, “খেলাকে রাজনীতির বাইরে রাখতে হবে। ক্রিকেট দুই দেশের মানুষের আবেগের জায়গা, এটা যেন কখনোই দ্বন্দ্বের কারণ না হয়।”