২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৭ হিজরি

জুলাই আন্দোলনে হত্যা মামলায় শামীম ওসমানের ছেলে অয়নসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের পহেলগাঁওয়ে জুলাই আন্দোলনের সময় মাছ ব্যবসায়ী মো. মিলন হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়নসহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন শামীম ওসমানের ভাই সাবেক এমপি সেলিম ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, এবং অন্যান্য স্থানীয় আওয়ামী লীগ নেতারা ।

অন্যদিকে, আশুলিয়ায় ৫ আগস্টের গণআন্দোলনের সময় ছয়টি মৃতদেহ পোড়ানোর ঘটনায় পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আরাফাত হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাকে ঢাকার আফতাবনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় । এই ঘটনায় আরও কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, যাদের মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলামও রয়েছেন ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top