৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই সফর, ১৪৪৭ হিজরি

চিন্ময়ের জামিন নিয়ে প্রশ্ন তুললেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

 

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হাইকোর্ট থেকে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছেন না। তিনি বলেন, “চিন্ময়ের ঘটনার শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এ দেশের ওপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। জামিনও কি সেই চাপের কাছে নতি স্বীকার করেই দেওয়া হলো?”

বৃহস্পতিবার (১ মে) নিজের ফেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “চিন্ময়ের জামিন ভারতীয় প্রভাবের একটা ফল কি না, সেই প্রশ্ন এখন স্বাভাবিক। চিন্ময়ের কর্মকাণ্ড ও তাকে ঘিরে সহিংসতা, এমনকি আলিফের মতো আইনজীবীর হত্যার পরেও যদি বিচারব্যবস্থা নত হয়ে যায়—তবে তা আমাদের জন্য অশনিসংকেত।”

তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বলেন, “ইন্টেরিম সাবধান! আলিফের রক্তের ওপর দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে পরিণতি ভালো হবে না।”

প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে বুধবার জামিন দিয়েছেন হাইকোর্ট। চট্টগ্রামে একটি সমাবেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গত বছরের অক্টোবর মাসে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। মামলার পর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। জামিন চেয়ে একাধিক আবেদন করা হলেও তা নামঞ্জুর হয়। অবশেষে হাইকোর্ট থেকে তিনি জামিন পেলেন।

চিন্ময়ের জামিন ঘিরে সামাজিক ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এনসিপি নেতার মন্তব্য সেই বিতর্ককে আরও তীব্র করে তুলেছে।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top