নিজস্ব প্রতিবেদক:
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। দুই পারমাণবিক শক্তিধর দেশের এই টানাপোড়েনকে কেন্দ্র করে সামরিক সংঘাতের আশঙ্কাও বাড়ছে। এমন অবস্থায় ভারতের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতিকে আশ্বস্ত করেছেন এবং ভারতকে সতর্ক করেছেন।
জেনারেল চৌধুরী বলেন, “আমরা আগ্রাসন শুরু করতে যাচ্ছি না। আমরা একটি দায়িত্বশীল রাষ্ট্র, যুক্তি ও গঠনমূলক সংলাপেই আমাদের অবস্থান। কিন্তু যদি কেউ মনে করে যে আগ্রাসনই পথ, তাহলে আমাদের বার্তা একটাই—আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নেবেন না।”
তিনি আরও বলেন, “সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীসহ প্রতিটি প্রতিরক্ষা সংস্থা সর্বদা সম্পূর্ণ প্রস্তুত। আমরা সর্বত্র, সর্বদা সক্রিয়। যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত।”
ভারতকে উদ্দেশ করে তিনি স্পষ্ট করে বলেন, “যদি তারা সংঘাত বেছে নেয়, তাহলে তা হবে তাদের সিদ্ধান্ত। তবে এই সংঘাত কোথায় গড়াবে, সে সিদ্ধান্ত আমাদের হাতে থাকবে।”
জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, পাকিস্তান সেনাবাহিনী প্রতিশোধমূলক জবাব দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। তিনি বলেন, “পাকিস্তানি জাতি যেকোনো মূল্যে তার সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করবে।”
প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগাঁওয়ে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। এরপর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা তীব্রতর হয়েছে। এই প্রেক্ষাপটে পাকিস্তান সেনাবাহিনীর এমন সতর্ক বার্তা বিশেষ তাৎপর্য বহন করছে।