মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা মামলার ৬জন আসামীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের মোহাম্মদ আলী মোল্লার ছেলে ও রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোঃ ফরিদ আলী মোল্লা, পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের মৃত সুবল চন্দ্র সাহার ছেলে ও পাচুরিয়া ইউনিয়ন ০৮ নং ওয়ার্ড এর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডল পাড়া ৪নং ওয়ার্ডের আব্দুস সামাদ শেখের ছেলে ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মোঃ জিয়াউর রহমান, গফুর মাতুব্বর পাড়ার মৃত দানেশ শেখের ছেলে ও উজানচর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ সোনাই মিয়া, উজানচর ইউনিয়নের ছাহের মন্ডল পাড়া ৭নং ওয়ার্ডের আদু শেখের ছেলে ও গোয়ালন্দ উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য মোঃ সমসের আলী, কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে ও বুধবার রাতে তাদেরকে রাজবাড়ী সদর থানা, গোয়ালন্দ ঘাট থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
মামলা সুত্রে জানাগেছে, গত ৪ আগস্ট রাজবাড়ী সরকারী কলেজ ও ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ ছাত্র/ছাত্রীরা সারা বাংলাদেশের ন্যায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শান্তিপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য রাজবাড়ী টি.এন.টি এলাকায় জমায়েত হয়। এ সময় চিহিৃত ৪৪ জন সহ শতাধিক অজ্ঞাতনামা আসামী মারাত্মক আগ্নেয় অস্ত্র ও দেশীয় পিস্তল, রিভলবার, বন্দুক, রামদা, হকস্টিক, লোহার পাইপ, এস.এস পাইপ, রড নিয়ে আন্দোলনরতদের উপর আক্রমন করে এলোপাথারিভাবে লাঠিপেটা ও ককটেল নিক্ষেপ ও গুলি বর্ষণ শুরু করে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের সাধারণ জখম সহ গুরুত্বর জখম করে। এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে রাজবাড়ী সদর থানার গত ২৬ আগস্ট মামলা দায়ের হয়। ওই মামলায় রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমানের নির্দেশক্রমে এসআই সাব্বির হোসেন সঙ্গীয় ফোর্স সহ বুধবার রাতে উড়াকান্দা বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার ঘটনার সাথে জড়িত তদন্তে প্রাপ্ত আসামী মোঃ ফরিদ আলী মোল্লা, বিশ্বনাথ সাহাকে গ্রেপ্তার করেন।
বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গত ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানার মামলায় বৃহস্পতিবার মোঃ জিয়াউর রহমান, মোঃ সোনাই মিয়া, মোঃ সমসের আলীকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গ্রেপ্তার করে।
গোয়ালন্দ মোড়ে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা মামলার তদন্তে প্রাপ্ত আসামী কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলামকে বুধবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করেছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমান, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান ও গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা মামলায় গ্রেপ্তার করা হয়। তাদেরকে বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।