নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, “আওয়ামী লীগ দেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা এবং রাজনৈতিক ভারসাম্যকে ধ্বংস করেছে। জনগণের নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিত করতে এই দলকে নিষিদ্ধ করা প্রয়োজন।”
হাসনাত আবদুল্লাহ আরও জানান, শিগগিরই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করা হবে।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, “আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। গণদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করুন।”
তিনি সকল দেশপ্রেমিক ও গণতন্ত্রকামী নাগরিককে ওই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।