মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:
ময়মনসিংহে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হলো জিএসটি ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা।
২ মে (শুক্রবার) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অত্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে এই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫,৪৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫,২৩১ জন উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন ২৬৫ জন। উপস্থিতির হার ছিল ৯৫.১৭৮ শতাংশ।
পরীক্ষা শুরুর পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় ভিজিল্যান্স উপ-কমিটির সদস্য প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ. এইচ. এম. কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। তবে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ভিজিল্যান্স টিমের অন্য সদস্যরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করেননি।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, “নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা দ্বিতীয় দিনের মতো অত্যন্ত সুন্দর পরিবেশে গ্রহণ করা হয়েছে। এই পরীক্ষায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেছি এবং শিক্ষার্থীরা তাদের প্রশ্নের মান নিয়ে অত্যন্ত সন্তোষ প্রকাশ করে বলেছেন প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে। এই পরীক্ষা সুন্দরভাবে আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫টি কন্ট্রোল রুমের মাধ্যমে ৮২টি কক্ষে পরীক্ষা গ্রহণ করেছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগিতা নিয়ে সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। সেই সঙ্গে আগামী পরীক্ষাগুলোও আপনাদের সকলের সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ করতে পারব বলে আশা করছি।”
৫ আগস্টের পর বিশৃঙ্খল পরিবেশে দায়িত্ব নিয়ে বিশ্ববিদ্যালয়কে শৃঙ্খলার মধ্যে কীভাবে নিয়ে এলেন এবং কীভাবে তা অব্যাহত রাখবেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “৫ আগস্টের পর সরকার আমাকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে পদায়ন করেছে, এজন্য আমি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সরকারের সহযোগিতা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহযোগিতা, সর্বোপরি এই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ডিনবৃন্দ, রেজিস্ট্রারসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী—সকলের সহযোগিতা পেয়েছি এবং পাচ্ছি। এই সহযোগিতার মাধ্যমেই আসলে বিশ্ববিদ্যালয়ের এই পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে। এর আগে অনেক সমস্যা ছিল, তবে সম্মিলিত উদ্যোগে এবং প্রচেষ্টার মাধ্যমে সততা ও দৃঢ়তার সাথে আমরা কাজ শুরু করতে পেরেছি বলেই এই পরিবেশ সৃষ্টি করতে পেরেছি। ভবিষ্যতে আমরা সকলের সহযোগিতার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আরও সুন্দর করতে পারব, ইনশাআল্লাহ।”
এবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান এবং নতুন কলা ভবনে ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন ছিল। পরীক্ষা কেন্দ্র ও তার আশপাশে ১৪৪ ধারা কার্যকর ছিল। ক্যাম্পাসে আগত অতিথিদের জন্য বসার ব্যবস্থা প্রশাসন থেকে করা হয়েছিল। রাস্তার যানজট নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল। এছাড়া, ময়মনসিংহ ও ভালুকা থেকে পরীক্ষার্থীদের আসা-যাওয়ার জন্য পর্যাপ্ত বাস সার্ভিসের ব্যবস্থা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য,আগামী ৯ মে ২০২৫, শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা এবং একই দিন বিকেল ৩:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮,৪৩৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন। প্রতিটি ইউনিটের ফলাফল জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd) এ প্রকাশ করা হবে। মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের পছন্দমতো তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্যতাসাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের আসন সংখ্যার সামর্থ্যের ভিত্তিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১,১২৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে মোট ২৫টি বিভাগে।