১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাকৃবিতে নির্মিত হলো ‘ভ্রাতৃত্বের মোহনা’ ঘাট

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছেলেদের পাঁচটি আবাসিক হলের মাঝখানে অবস্থিত লেকের পাড়ে নির্মিত হয়েছে একটি মনোমুগ্ধকর ঘাট, যার নামকরণ করা হয়েছে ‘ভ্রাতৃত্বের মোহনা’।

৩ মে (শনিবার) সকালে এই ঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। এসময় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঁইয়া, শিক্ষক, কর্মকর্তা ও হলের শিক্ষার্থীরা।

ঘাটটির উপকারিতা প্রসঙ্গে অধ্যাপক শহীদুল হক বলেন, এটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকর হবে। এখানে তারা আরামে সাঁতার কাটতে পারবে এবং ভবিষ্যতে জলক্রীড়াভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করারও পরিকল্পনা রয়েছে। তিনি পুকুরের পানির মান বজায় রাখতে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানান।

উপাচার্য ড. ফজলুল হক ভূঁইয়া স্মৃতিচারণ করে বলেন, তিনি নিজেও শিক্ষার্থীকালীন এই পুকুরে সাঁতার কাটতেন, কিন্তু তখন ঘাট না থাকায় নানা অসুবিধার সম্মুখীন হতে হতো। সেই অভিজ্ঞতা থেকেই ঘাট নির্মাণের চিন্তা আসে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা এই ঘাটে বসে সময় কাটাবে, সাঁতার শিখবে ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হবে। এই জায়গাটি যেন সকলের মিলনস্থল হয়, সেই চিন্তা থেকেই এর নাম রাখা হয়েছে ‘ভ্রাতৃত্বের মোহনা’।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top