৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বাকৃবির শাহজালাল হলে জিমনেসিয়ামের উদ্বোধন

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হলে শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে জিমনেসিয়ামের চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছেলেদের আবাসিক হলগুলোর মধ্যে এটিই প্রথম জিমনেসিয়াম।

শনিবার (৩ মে) সকাল সাড়ে ১১টায় জিমনেশিয়ামটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো আসাদুজ্জামান সরকারসহ হলের শিক্ষার্থীবৃন্দ।

জানা যায়, অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই জিমনেসিয়ামে থাকবে ওয়েট বেঞ্চ, সিট-আপ বেঞ্চ, রাউন্ড ডাম্ববেল, ফিক্সড ডাম্ববেল, জাম্প রোপ, এবি হুইল, হ্যান্ড গ্রিপ, এক্সারসাইজ বাইক, ম্যাট, পুশ-আপ বার সহ অনেক কিছুই। তাছাড়া ঈদের আগেই ট্রেড মিল যুক্ত হবে বলে জানিয়েছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান।

প্রভোস্ট বলেন, আমি ছাত্রজীবনে নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলাম। ফুটবল, ভলিবল এবং হ্যান্ডবল টিমে খেলেছি। শাহজালাল হল অতীতেও বহুবার বিভিন্ন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। যেহেতু আমাদের হল থেকে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামটি অনেক দূরে, তাই আমি হলে একটি কক্ষ পরিষ্কার করিয়ে সেখানে জিমের ব্যবস্থা করেছি, যাতে খেলাধুলার পর শিক্ষার্থীরা জিমের সুবিধা নিতে পারে।আশা করি ঈদের পর ট্রেডমিল সংযোজন করতে পারব।’

তিনি আরো বলেন, ‘শাহজালাল হল একটি আন্তর্জাতিক হল হওয়ায়, আমি ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ-সুবিধা নিশ্চিত করাতেও গুরুত্ব দিচ্ছি। আশা করি, আমাদের শিক্ষার্থীরা খেলাধুলায় আরও এগিয়ে যাবে এবং কোনো মাদকসেবন বা খারাপ সংস্কৃতির ছায়া তাদের স্পর্শ করতে পারবে না।’

হলের নেপালি শিক্ষার্থী রাহুল যাদব বলেন, ‘আমরা হলের নেপালি শিক্ষার্থীরাও খুব খুশি কারণ এখন নিজেদের রুমের কাছেই জিম রয়েছে। এর ফলে মাঠে খেলাধুলার পাশাপাশি শরীর গঠনের জন্য জিমনেসিয়াম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। এমন সুযোগ সুবিধা করে দেওয়ায় ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গ্রহণ করার জন্য প্রভোস্ট স্যারকে অসংখ্য ধন্যবাদ।’

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পটুয়াখালী ভার্সিটিতে, এসইই-এর নতুন সদস্যদের ওরিয়েন্টেশন ও গ্রুমিং সেশন অনুষ্ঠিত

জাকির হোসেন হাওলাদার, পবিপ্রবি প্রতিনিধি  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) স্কুল অব আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট (এসইই) -এর আয়োজনে আজ বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি কনফারেন্স রুমে অনুষ্ঠিত

বাকৃবিতে নির্মিত হলো ‘ভ্রাতৃত্বের মোহনা’ ঘাট

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছেলেদের পাঁচটি আবাসিক হলের মাঝখানে অবস্থিত লেকের পাড়ে নির্মিত হয়েছে একটি মনোমুগ্ধকর ঘাট, যার নামকরণ করা হয়েছে

অনিরাপদ জীবনযাপন জবি কর্মচারীদের

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি ঝুঁকিপূর্ণ, ফাটলধরা অনিরাপদ বাণী ভবনেই বছরের পর বছর ধরে থাকছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক কর্মচারী। তদন্ত করতে গিয়ে দেখা যায়, ঝুঁকিপূর্ণ

৯৬ শতাংশ পরীক্ষার্থীদের উপস্থিতিতে ইবিতে গুচ্ছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে মানবিক বিভাগের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ৬

Scroll to Top