৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

পটুয়াখালী ভার্সিটিতে, এসইই-এর নতুন সদস্যদের ওরিয়েন্টেশন ও গ্রুমিং সেশন অনুষ্ঠিত

জাকির হোসেন হাওলাদার, পবিপ্রবি প্রতিনিধি 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) স্কুল অব আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট (এসইই) -এর আয়োজনে আজ বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে নতুন সদস্যদের “ওরিয়েন্টেশন ও গ্রুমিং সেশন”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হেমায়েত জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন এসইই-এর উপদেষ্টা অধ্যাপক ড. আয়েশা আক্তার এবং সহকারী অধ্যাপক আরিফুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “শুধু পাঠ্যবই নয়, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসইই-এর এমন উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তব জীবনের জন্য প্রস্তুত হতে সহায়ক হবে।” তিনি নবাগত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানের একটি বিশেষ অংশ ছিল অনলাইন ঈদ আনন্দ প্রতিযোগিতা ও ৩১ ডিসেম্বরের আতশবাজি নিয়ে সচেতনতামূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। ভাইস চ্যান্সেলর ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

মূল আয়োজন শুরু হয় এসইই-এর এ পর্যন্ত সম্পন্ন হওয়া কার্যক্রম নিয়ে নির্মিত একটি প্রামাণ্য ভিডিও প্রদর্শনের মাধ্যমে।

এরপর শুরু হয় গ্রুমিং সেশন। প্রথম সেশনে ‘সিভি মেকিং ও কমিউনিকেশন মাস্টারক্লাস’ পরিচালনা করেন হাসান মাহমুদ সম্রাট (এইচআর প্রফেশনাল, ইউএস বাংলা গ্রুপ; লিড, কর্পোরেট অ্যাফেয়ার্স, এক্সিলেন্স বাংলাদেশ)। দ্বিতীয় সেশনে ‘কনটেন্ট রাইটিং ও পাবলিক স্পিকিং’ বিষয়ে প্রশিক্ষণ দেন আ স ম কামরুল ইসলাম (লেকচারার, গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ)। উভয় সেশনেই অংশগ্রহণকারীদের মাঝে ছিল ব্যাপক আগ্রহ এবং প্রশ্নোত্তর পর্বে সঠিক উত্তরদাতাদের হাতে বই তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষাংশে এসইই-এর সভাপতি মোসা. সুমাইয়া তাসনিম আশা সংগঠনের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন। প্রতিষ্ঠাতা আফিয়া তাহমিন জাহিন এবং সহ-প্রতিষ্ঠাতা ফারদিন হাসান নবাগত সদস্যদের অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

এই প্রাণবন্ত আয়োজনের মাধ্যমে নতুন সদস্যদের মাঝে উদ্দীপনা ছড়িয়ে পড়ে এবং অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বাকৃবির শাহজালাল হলে জিমনেসিয়ামের উদ্বোধন

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হলে শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে জিমনেসিয়ামের চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছেলেদের আবাসিক হলগুলোর মধ্যে এটিই প্রথম

বাকৃবিতে নির্মিত হলো ‘ভ্রাতৃত্বের মোহনা’ ঘাট

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছেলেদের পাঁচটি আবাসিক হলের মাঝখানে অবস্থিত লেকের পাড়ে নির্মিত হয়েছে একটি মনোমুগ্ধকর ঘাট, যার নামকরণ করা হয়েছে

অনিরাপদ জীবনযাপন জবি কর্মচারীদের

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি ঝুঁকিপূর্ণ, ফাটলধরা অনিরাপদ বাণী ভবনেই বছরের পর বছর ধরে থাকছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক কর্মচারী। তদন্ত করতে গিয়ে দেখা যায়, ঝুঁকিপূর্ণ

৯৬ শতাংশ পরীক্ষার্থীদের উপস্থিতিতে ইবিতে গুচ্ছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে মানবিক বিভাগের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ৬

Scroll to Top