মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে হযরত মোহাম্মদ (নাঃ) কটুক্তিকারী বিজয় দাস (২৪)কে এলাকাবাসী আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
শুক্রবার (২ মে) দুপুরে উপজেলার ধারানীগঞ্জ বাজারে র দুলালের মেম্বারের চাতালে আটক করা হয় তাকে। আটককৃত বিজয় দাস ডোমার উপজেলার হরিণচোরা ইউনিয়নের হরি হারা গ্রামের সুরেশ দাসের ছেলে।
এলাকাবাসী জানান, বিজয় দাসসহ একটি গ্রুপ নিয়মিত উগ্রবাদী সংগঠন ইসকনের সঙ্গে যোগাযোগ রাখে। তাদের অভিযোগ, “দেখলে তোমায় মায়া লাগে” নামের একটি ফেসবুক আইডি থেকে নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে পোস্ট দেওয়া হয়, যা এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করে।তাদের ভাষ্যমতে, “আমরা এলাকায় হিন্দু-মুসলিম মিলেমিশেই বসবাস করি। কিন্তু ওই যুবক ইচ্ছাকৃতভাবে এলাকার সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”
অভিযুক্ত বিজয় দাস বলেন, গতকাল আমি আমার মোবাইল ফোন বিক্রি করে দিয়েছি, বর্তমানে আমার কাছে কোনো মোবাইল নেই। ফেসবুক আইডির পাসওয়ার্ড আরও ৩-৪ জন জানে, তাদের কেউ এমন পোস্ট দিয়ে থাকতে পারে।তবে তিনি ইসকনের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত ডোমার বাজারের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এ সময় ওই হিন্দু যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।অবরোধের চলাকালে ওই এলাকায় বিরাট যানজেটের সৃষ্টি হয় এবং এলাকাবাসীরা বিলম্ব নয় পরে। উপায় না পেয়ে ডোমার থানার অফিসারন ইনচার্জ ওসি আরিফুল ইসলাম অবরোধকারীদের সাথে কথা বললে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।
এ বিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এলাকাবাসী বিজয় দাস নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে স্থানীয়দের পক্ষ থেকে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়, যেখানে ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। আটককৃত বিজয় দাসকে শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।