হুমায়ুন আব্দুল (বিপ্লব কাজী), ইতালি প্রতিনিধি
মাদারীপুর পৌর শহরের কুকরাইল এলাকার কুদ্দুস খন্দকারের ছেলে ইতালি প্রবাসী আরাফাত খন্দকারকে ইতালি মিলান শহরে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। উপস্থিতদের ধারণা সদর উপজেলার রাস্তি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য চানমিয়া চৌকিদারের বড় ছেলে ইতালি প্রবাসী নাহিদ চৌকিদারের বিরুদ্ধে এই অভিযোগ স্থানীয় পুলিশ এর কাছে মামলা দায়ের করেন।
এ ঘটনায় আহত আরাফাতকে পুলিশ উদ্ধার করে ইতালির একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে।স্থানীয় সূত্রে জানা যায়, লেনদেন সংক্রান্ত জেরে এ ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তদন্ত বিস্তারিত জানার চেষ্টা করছে। মিলান ও ইতালি বিভিন্ন শহরে বাংলা কমিউনিটি মাঝে থমথমে পরিস্থিতি বিরাজমান করছে। সঠিক দোষীদের শাস্তি দাবি করছে আহত পরিবার, মিলান কমিউনিটি ও বন্ধু মহল।