নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য।
রোববার (৪ এপ্রিল) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পিনাকী লিখেছেন, “হাসনাত আব্দুল্লাহ ‘জুলাই বিপ্লব’-এর আত্মাকে ধারণ করে। তার উপরে হামলা মানেই জুলাই বিপ্লবের স্পিরিটের উপরে হামলা। হাসনাতকে রক্ষা করা, আপনার আমার সবার দায়িত্ব।” তিনি আরও বলেন, “আমি দেশে থাকলে ওকে বুক দিয়ে আগলায়ে রাখতাম। যারা দেশে আছেন, তারা হাসনাতকে বুক দিয়ে আগলায়ে রাখুন।”
এর আগে সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় একদল অজ্ঞাত দুর্বৃত্ত হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে হামলা চালায় বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
জানানো হয়, গাড়ি জ্যামে আটকে থাকার সময় চার-পাঁচটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তার গাড়িতে ঢিল ছোড়ে এবং লাঠি দিয়ে আঘাত করে। এতে গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায়। হামলায় হাসনাত আব্দুল্লাহ হাতে আঘাত পান এবং কনুইয়ের কয়েক জায়গায় কেটে যায়।
ঘটনাস্থল থেকে দ্রুত সরে গিয়ে গাড়িবহর বোর্ডবাজার এলাকার আইইউটি ক্যাম্পাসে আশ্রয় নেয়। পরে তাকে উত্তরা পূর্ব থানায় নেওয়া হয় এবং রাত সাড়ে আটটার দিকে অন্য একটি গাড়িতে করে ঢাকায় পাঠানো হয়।
এই ঘটনার প্রতিবাদে রাত নয়টার দিকে গাজীপুরে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। এরপর রাজধানীতেও একটি মশাল মিছিল করে এনসিপি।
দলটির পক্ষ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি ‘জুলাই মাসের গণহত্যা’য় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বানও জানানো হয়।