৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

গাজায় ফের ইসরাইলি হামলা, একদিনেই নিহত ৪০ ফিলিস্তিনি

নিজস্ব প্রতিবেদক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক হামলায় একদিনেই আরও অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

রোববার (৪ মে) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিহতদের নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৫৩৫ জনে।

মন্ত্রণালয় জানায়, একই সময় আহত হয়েছেন আরও ১২৫ জন, ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৪৯১ জনে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, কিন্তু উদ্ধারকারীরা নিরাপত্তা হুমকির কারণে তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলে ১২০০ মানুষ নিহত ও ২৫১ জনকে জিম্মি করা হলে এর জবাবে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল। টানা ১৫ মাসেরও বেশি সময় ধরে চলে ভয়াবহ অভিযান। চলমান এই সংঘাতে নিহত ও আহতদের অন্তত ৫৬ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ।

গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীদের চাপে এক দফা যুদ্ধবিরতি কার্যকর হলেও, ১৮ মার্চ থেকে ফের আগ্রাসন শুরু করে ইসরাইল। দ্বিতীয় দফার এই অভিযানে এখন পর্যন্ত ২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও পাঁচ হাজারেরও বেশি আহত হয়েছেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

কাশ্মীর সীমান্তে টানা ৮ দিন ধরে ভারত-পাকিস্তান গোলাগুলি, উত্তেজনা তুঙ্গে

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর টানা আট রাত ধরে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে। সর্বশেষ বৃহস্পতিবার (১ মে) রাতেও দুই

ভারতের প্রতি পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি: ‘আমাদের প্রস্তুতি আছে, পরীক্ষা নেবেন না’

নিজস্ব প্রতিবেদক: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। দুই পারমাণবিক শক্তিধর দেশের এই টানাপোড়েনকে কেন্দ্র করে

নতুন বাবরি মসজিদ বানাবে পাকিস্তানি সেনারা: মোহাম্মদ জাই খান

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: ভারতের উত্তরপ্রদেশের অযোদ্ধায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে ‘নতুন বাবরি মসজিদের প্রথম ইট’ পাকিস্তানি সেনারা স্থাপন করবেন বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের

এলওসিতে উত্তেজনা: পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়ায় পালাল ভারতের ৪ যুদ্ধবিমান

নিজস্ব প্রতিবেদক: গভীর রাতে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছাকাছি এসে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) ধাওয়া খেয়ে পালিয়ে যায় ভারতের ৪টি যুদ্ধবিমান। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে এ

Scroll to Top