১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গাজায় ফের ইসরাইলি হামলা, একদিনেই নিহত ৪০ ফিলিস্তিনি

নিজস্ব প্রতিবেদক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক হামলায় একদিনেই আরও অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

রোববার (৪ মে) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিহতদের নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৫৩৫ জনে।

মন্ত্রণালয় জানায়, একই সময় আহত হয়েছেন আরও ১২৫ জন, ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৪৯১ জনে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, কিন্তু উদ্ধারকারীরা নিরাপত্তা হুমকির কারণে তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলে ১২০০ মানুষ নিহত ও ২৫১ জনকে জিম্মি করা হলে এর জবাবে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল। টানা ১৫ মাসেরও বেশি সময় ধরে চলে ভয়াবহ অভিযান। চলমান এই সংঘাতে নিহত ও আহতদের অন্তত ৫৬ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ।

গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীদের চাপে এক দফা যুদ্ধবিরতি কার্যকর হলেও, ১৮ মার্চ থেকে ফের আগ্রাসন শুরু করে ইসরাইল। দ্বিতীয় দফার এই অভিযানে এখন পর্যন্ত ২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও পাঁচ হাজারেরও বেশি আহত হয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top