মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ৪ মে (রোববার) দিবাগত রাতে পৌর এলাকার সূর্য্যপাশা বচন বাড়ী ব্রিজের ওপর থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ পিন্টু হাওলাদার (৩৮), পিতা-আঃ করিম হাওলাদার এবং মোঃ রাসেল তালুকদার (২৮), পিতা-মোঃ ইউনুস আলী তালুকদার। তারা উভয়েই নলছিটি পৌরসভার সূর্য্যপাশা ওয়ার্ডের বাসিন্দা।
নলছিটি থানা পুলিশ জানায়, এসআই (নিঃ) গোলাম ফারুক নপ্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে প্রথমে পিন্টুকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে পরে রাসেলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
উভয় আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক ও ফৌজদারি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।