৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

অসচ্ছল শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। আর এই কার্যক্রমে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক মো: শাহরিয়ার হোসেন।

সোমবার(০৫ মে) বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সি-ইউনিটে ১৫তম মেধাস্থান অর্জন করা খুলনার আজহারুল ইসলামকে ভর্তি কার্যক্রমে সর্বোচ্চ আর্থিকভাবে সহায়তা করেন এই ছাত্রনেতা।

ভর্তিকৃত শিক্ষার্থী আজহারুল ইসলাম বলেন, “ভাইয়ের প্রতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা’, ‘পরবর্তী ক্লাস শুরু হলে কোনো প্রয়োজন হলে অবশ্যই ভাইদেরকে জানাবো।”

এই বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীকে সাহায্য করা ছাত্রদল নেতা মো: শাহরিয়ার হোসেন বলেন, “আমি খেয়াল করলাম আমার ক্যাম্পাসে ভর্তি হবে একজন ছোটভাইয়ের আর্থিক সহায়তা প্রয়োজন। আমি তখনই আজহারুলের সাথে যোগাযোগের চেষ্টা করি। একজন শিক্ষার্থীর পড়াশোনার কাজে যদি সামান্য উপকার করতে পারি এতে আনন্দ পাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছে, এখনো করছে, সামনেও করে যাবে। আমিও আজহারুলের পাশে থাকতে পেরে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে গর্ববোধ করছি।”

শিক্ষার্থী ও নেতাকর্মীরাও ইতিবাচক কাজের প্রশংসা করেছেন। শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল জানান, “ইতিবাচক কাজ ছাত্রদলের নেতাকর্মীরা সবসময়ই করে থাকে। শিক্ষার্থীর পাশে দাঁড়ানো গর্বের ব্যাপার, আমার নেতৃবৃন্দ এসকল ভালো কাজে সহায়তা করে, এতে আমারও গর্ববোধ হয়।”

দর্শন বিভাগের শিক্ষার্থী মো: আমির হোসেন বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে ১৫তম স্থান অর্জনকারী এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন শাহরিয়ার ভাই। অসচ্ছল পরিবারের সন্তান ওই ছাত্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত আর্থিক সহায়তা করেছেন তিনি। শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে শাহরিয়ার ভাইয়ের এ সহায়তা সমাজে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক সদস্য মুবায়দুর রহমান জানান, “সি ইউনিটে ভর্তি পরীক্ষায় ১৫তম হলেও আর্থিক সমস্যার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছিলেন না খুলনার মো: আজহারুল ইসলাম। বিষয়টি জানতে পেরে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: শাহরিয়ার হোসেন তাকে ভর্তি হতে সর্বোচ্চ সহযোগিতা করেন।”

ছাত্রদলের আহ্বায়ক সদস্য আবু বকর খান বলেন, “আমার জেলার ছেলেটার কথা ছাত্রদলের গ্রুপে বলা মাত্র শাহারিয়ার ভাই সাথে সাথে রেসপন্স করেন , উনার মতোই ছাত্রনেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আসুক তাহলে হয়তো কোন জবিয়ান বিপদে দিশেহারা হবে না।”

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বিইউপিতে ছাত্রলীগের সাবেক নেত্রী মৌমিতার নিয়োগে শিক্ষার্থীদের ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি:বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর আইন বিভাগে সম্প্রতি শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মৌমিতা রহমান ঈপ্সিতা। তার এই নিয়োগ ঘিরে

হত্যাকারীরা নিরাপদ, মামলায় বাদ নাম—বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ

মাসফিকুল হাসান,বেরোবি প্রতিনিধি: শহিদ আবু সাঈদ হত্যার বিচার ও জুলাই-আগস্ট বিপ্লবে শিক্ষার্থীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সাধারণ

শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী সৃষ্টিতে জবি ক্যারিয়ার ক্লাবের নতুন কর্মসূচী

মো ইব্রাহীম খলিল, জবি প্রতিনিধি: শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) অন্যতম সিগন্যাচার ইভেন্ট ‘লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এলডিপি)- ২০২৫’। এই প্রোগ্রামের অধীনে নির্বাচিত নবীন শিক্ষার্থীদের

বাকৃবিতে অগ্নিকাণ্ড মোকাবিলা বিষয়ক প্রশিক্ষণ

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি বাড়াতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য অগ্নি নির্বাপক যন্ত্র

Scroll to Top