নিজস্ব প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে সোমবার (স্থানীয় সময় দুপুর ২:২০) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। কিংস্টনে বড় ছেলে তারেক রহমানের বাসা থেকে বের হয়ে, ভিআইপি টার্মিনাল ৪-এ পৌঁছান তিনি।
সফরে খালেদা জিয়ার সঙ্গে আছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। তাদের বিদায় জানান তারেক রহমান ও তার মেয়ে জায়মা রহমান। বিমানবন্দরের বাইরে যুক্তরাজ্য বিএনপির শতাধিক নেতা-কর্মী খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানান। তাদের হাতে পোস্টার ও ব্যানারে লেখা ছিল নেত্রীর দ্রুত আরোগ্য কামনা।
বিকাল ৪টা ১০ মিনিটে কাতারের রাজপরিবারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন ছাড়েন খালেদা জিয়া। দোহায় যাত্রাবিরতি শেষে মঙ্গলবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া গত ৭ জানুয়ারি লন্ডন যান। তার সঙ্গে ছিলেন পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান ও গৃহপরিচারিকা ফাতেমা বেগম। লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের চিকিৎসক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করে।
মেডিকেল বোর্ডে ছিলেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, এফ এম সিদ্দিক, নরুদ্দিন আহমেদ, জাফর ইকবাল, এ জেড এম জাহিদ হোসেন এবং মোহাম্মদ আল মামুন।