নিজস্ব প্রতিনিধি:
ভারতকে সতর্ক করে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব বা ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘিত হলে পাকিস্তান পূর্ণ সামরিক শক্তি দিয়ে জবাব দেবে। সোমবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই বার্তা দেয়।
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও, ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে আসছে। পাকিস্তানের দাবি, তাদের কাছে ‘বিশ্বস্ত গোয়েন্দা তথ্য’ রয়েছে যা ইঙ্গিত করে ভারত সম্ভাব্য সামরিক অভিযান চালাতে পারে।
এই প্রেক্ষাপটে রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টারে অনুষ্ঠিত ১৫তম ন্যাশনাল ওয়ার্কশপ বেলুচিস্তানে সেনাপ্রধান বলেন, “পাকিস্তান শান্তি চায়, তবে জাতীয় মর্যাদা ও জনগণের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস নয়।”
বেলুচিস্তানের উন্নয়ন নিয়েও তিনি গুরুত্বারোপ করেন। জানান, সরকারের নানা প্রকল্প ইতোমধ্যে সুফল দিচ্ছে। তবে তিনি সতর্ক করেন যে, বেলুচিস্তানে বিদেশি প্ররোচনায় চালানো সন্ত্রাসবাদ এখনো বড় হুমকি। যারা সহিংসতা উসকে দিয়ে প্রদেশকে অস্থির করতে চায়, তাদের কোনো ষড়যন্ত্র সফল হবে না।
তিনি বলেন, “বেলুচ পরিচয়ের নামে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা প্রকৃতপক্ষে সেই মর্যাদারই অপমান করছে।” জেনারেল মুনির আরও বলেন, সন্ত্রাসবাদের কোনো ধর্ম, গোষ্ঠী বা জাতি নেই, এবং এর বিরুদ্ধে লড়াইয়ে জাতীয় ঐক্য প্রয়োজন।
তিনি আশ্বাস দেন, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী জনগণের সমর্থন নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।
সূত্র: জিও নিউজ