৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্রে পলাতক আওয়ামী নেতা-কর্মীরা: আইনশৃঙ্খলা বাহিনীর আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক:
দেশের ভেতরে-বাইরে অবস্থান করে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে সক্রিয়ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন আওয়ামী লীগের কিছু পলাতক নেতা ও কর্মী—এমন আশঙ্কা প্রকাশ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, এদের কেউ কেউ পার্শ্ববর্তী দেশে বসে নিয়মিত গোপন বৈঠক করছেন এবং অনলাইনে হোয়াটসঅ্যাপ ও অন্যান্য মাধ্যমে দেশকে অস্থির করার পরিকল্পনা করছেন। এ প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, “তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাইবার সিকিউরিটি আইনের আওতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

আইনশৃঙ্খলা বাহিনীর আশঙ্কা, সাড়ে ৫ হাজারের বেশি অবৈধ হয়ে যাওয়া আগ্নেয়াস্ত্র এবং লুট হওয়া পুলিশের অস্ত্র ও গোলাবারুদ বড় ধরনের নাশকতায় ব্যবহার হতে পারে। পুলিশের তথ্য অনুযায়ী, ১৩৭৫টি অস্ত্র ও ২ লাখ ৫৭ হাজার ৮৪৯ রাউন্ড গোলাবারুদ এখনও উদ্ধার হয়নি।

সাবেক আইজিপি নুরুল হুদা বলেন, “যারা অস্ত্র জমা দেননি তারা এখন অবৈধ অস্ত্রধারী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।” একই মত দিয়েছেন সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম।

রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, “সরকারকে এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগী হতে হবে। শুধু পলাতকদের দোষ দিয়ে দায় এড়ানো যাবে না।”

সূত্র জানায়, আওয়ামী লীগের তৃণমূল নেতারা এখনও দেশের ভেতরে সক্রিয় এবং রাজধানীসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে। এর মধ্যে খুলনা, শরীয়তপুর, বরিশাল, যশোর, রংপুর, সিলেটসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে।

এছাড়া কিছু জায়গায় হামলা ও সহিংসতার ঘটনাও ঘটেছে। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে, আর ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর গুলির ঘটনাও ঘটেছে।

গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন, পরিস্থিতি আরও অশান্ত করতে পুরনো এবং লুট হওয়া অস্ত্রগুলো ব্যবহার করা হতে পারে। ইতোমধ্যেই চিহ্নিত নেতাদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং উদ্ধার না হওয়া অস্ত্র ও গোলাবারুদ শনাক্তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পুলিশ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

হজ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে আলোচনায় সাবেক হাব সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম

নিজস্ব প্রতিবেদক: হজ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচনায় এসেছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাবেক সভাপতি ও যুবলীগ নেতা এম শাহাদাত হোসেন

চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে খালেদা জিয়া

নিজস্ব প্রতিনিধি:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে সোমবার (স্থানীয় সময় দুপুর ২:২০) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। কিংস্টনে

শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে, ছাত্র জমিয়ত বাংলাদেশ

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি ২০১৩ সালে শাহবাগের গণ জাগরণ মঞ্চ থেকে নাস্তিক্যবাদী শক্তির মাধ্যমে সর্বকালের শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের

এনসিপি নেতার ওপর হামলায় উত্তপ্ত রাজপথ, ছাত্রলীগকে দায়ী করল দলটি

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দলটি।

Scroll to Top