৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মস্কোতে ইউক্রেনীয় ড্রোন হামলা, বিমানবন্দর বন্ধ, কুরস্কে বিদ্যুৎ উপকেন্দ্রের ক্ষতি

নিজস্ব প্রতিবেদক:

রাশিয়ার রাজধানী মস্কোতে গত দুই দিন ধরে টানা ড্রোন হামলার মুখে পড়েছে। ইউক্রেনীয় বাহিনী এই হামলাগুলি চালিয়েছে, যার ফলে মস্কোর চারটি প্রধান বিমানবন্দর নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াটসিয়া জানায়, ভনুকোভো, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকোভস্কি বিমানবন্দরগুলো অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, শহরের বিভিন্ন স্থানে ১৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে, কিছু ড্রোনের ধ্বংসাবশেষ শহরের প্রধান মহাসড়কে পড়ে, কিন্তু এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইউক্রেন এখনও এই হামলার বিষয়ে মন্তব্য করেনি।

এদিকে, রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনের হামলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ কর্মকর্তাদের মতে, এই হামলায় দুই কিশোর আহত হয়েছে এবং শহরের কিছু অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাশিয়ার সামরিক ব্লগাররা জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী কুরস্ক অঞ্চলে সীমান্ত অতিক্রম করে সাঁজোয়া যান নিয়ে রুশ প্রতিরক্ষা অবস্থানে হামলা চালিয়েছে।

এই পরিস্থিতিতে, ইউক্রেনের সীমান্তবর্তী সুমি অঞ্চলের কর্তৃপক্ষ রাশিয়ার সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় দুটি বসতি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

গাজায় শিশুর চোখের আলো হারিয়ে যাচ্ছে যুদ্ধের হানায়

নিজস্ব প্রতিবেদক: মার্চ মাসের ২৫ তারিখে গাজার বেইত লাহিয়ায় সাত বছর বয়সী মোহাম্মদ হিজাজি খেলতে বের হয়েছিলেন। তবে সেইদিনের সকাল ছিল অন্যসব দিনের মতো না।

গাজার পূর্ণ দখলের পরিকল্পনায় ইসরাইল, নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: গাজার পুরো ভূখণ্ড (৩৬৫ বর্গকিলোমিটার) দখলের পরিকল্পনা নিয়েছে ইসরাইল। দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান সম্প্রসারণের পরিকল্পনা সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে। পরিকল্পনায় গাজা

ভারতকে পূর্ণশক্তি দিয়ে জবাব দেওয়া হবে: আসিম মুনির

নিজস্ব প্রতিনিধি: ভারতকে সতর্ক করে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব বা ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘিত হলে পাকিস্তান পূর্ণ সামরিক শক্তি দিয়ে জবাব

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকাবস্থার মধ্যেই এআই ছবি পোস্ট করে বিতর্কে ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: পোপ ফ্রান্সিসের মৃত্যুতে যখন ভ্যাটিকানে চলছে আনুষ্ঠানিক শোকাবস্থা, তখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ছবি পোস্ট

Scroll to Top