৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ফিরোজায় পৌঁছালেন বেগম খালেদা জিয়া

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার সঙ্গে আছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।

মঙ্গলবার (০৬ মে) দুপুর ১টা ২৫ মিনিট বাসায় প্রবেশ করেছেন তারা। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এর আগে মঙ্গলবার সকাল ১০টা ৪২ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গতকাল সোমবার (০৫ মে) বাংলাদেশে সময় ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। মাঝে কাতারের রাজধানী দোহায় হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ১ ঘণ্টার জন্য বিরতি ছিল এয়ার অ্যাম্বুলেন্সটি। এ সময় সেখানে এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় জ্বালানি নেওয়া হয়। এরপর সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় এয়ার অ্যাম্বুলেন্সটি।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টা ২০ মিনিটে নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাসের মধ্যদিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন তিনি। নিজের দীর্ঘদিনের নিশান পেট্রোল গাড়ির সামনের সিটে বসেন খালেদা জিয়া। আর তার পেছনে ছিলেন দুই ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যার তারেক রহমানের স্ত্রী এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী।

দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে আজ দেশে ফিরলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে তাকে অভ্যর্থনা জানাতে আসা নেতাকর্মীদের উদ্দেশে কয়েকটি নির্দেশনাও জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রাজবাড়ীতে তরুনীকে ২৩ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে ১ জন গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ী থেকে এক কিশোরী (১৫) কে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ভাড়া বাসায় আটকে রেখে ২৩ দিন ধরে ধর্ষণের অভিযোগে ধর্ষণ

আলেমদের হারামজাদা বলায় ফটিকছড়িতে এনসিপি নেত্রী উমামা ফাতেমাকে অবাঞ্ছিত ঘোষণা

মাওলানা আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি সম্প্রতি এক সরাসরি লাইভ আলোচনায় ‘জাতীয় নাগরিক পার্টি’ ও ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেত্রী উমামা ফাতেমা দেশের আলেম-ওলামাদের উদ্দেশ্যে ‘হারামজাদা’, ‘গবেট’

সৌদি আরব ও জর্ডানে অনিবন্ধিত নারী শ্রমিকদের বৈধতার প্রক্রিয়া শুরু, আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও জর্ডানে অবস্থানরত অনিবন্ধিত বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও

গাজায় শিশুর চোখের আলো হারিয়ে যাচ্ছে যুদ্ধের হানায়

নিজস্ব প্রতিবেদক: মার্চ মাসের ২৫ তারিখে গাজার বেইত লাহিয়ায় সাত বছর বয়সী মোহাম্মদ হিজাজি খেলতে বের হয়েছিলেন। তবে সেইদিনের সকাল ছিল অন্যসব দিনের মতো না।

Scroll to Top