আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেনের এই গোষ্ঠীকে প্রকাশ্যে অভিনন্দন জানিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল-খলিলি। মঙ্গলবার (৬ মে) মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রবিবার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় গ্র্যান্ড মুফতি লেখেন, “আমরা অভিনন্দন জানাই সেই বীর ইয়েমেনি যোদ্ধাদের, যারা ন্যায়ের পক্ষে এবং দমন-পীড়নের বিরুদ্ধে অটল অবস্থান নিয়েছে। আল্লাহ তাদের প্রতিশ্রুতি পূরণ করেছেন।” তিনি বলেন, “তারা শত্রুর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় সফলভাবে আঘাত হেনেছে। আল্লাহ তাদের এমন শক্তিশালী অস্ত্র দিয়েছে যা শত্রুপক্ষকে হতবাক করে দিয়েছে।”
ইয়েমেনের হুথি গোষ্ঠী থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রবিবার ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানার পর সেখানে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। ইসরাইলের চ্যানেল ১৩ জানায়, ক্ষেপণাস্ত্রটি প্রতিরোধে ইসরাইলি ‘অ্যারো’ এবং মার্কিন ‘থাড’ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়। এতে অন্তত সাতজন আহত হন এবং বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে।
এই ঘটনার প্রতিক্রিয়ায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইয়েমেনে পাল্টা হামলার হুমকি দেন। এর কিছুক্ষণের মধ্যেই হুথিরা ইসরাইলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ আকাশপথ অবরোধের ঘোষণা দেয়।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, “গাজায় শত্রুর আগ্রাসন বৃদ্ধির জবাবে আমরা ইসরাইলের বিরুদ্ধে আকাশপথ অবরোধ আরোপ করছি। বেন গুরিয়নসহ বিভিন্ন বিমানবন্দর এখন আমাদের হামলার লক্ষ্যবস্তু হবে।”
তিনি আরও যোগ করেন, “আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই—এই হুঁশিয়ারিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন এবং ইসরাইলমুখী সব ফ্লাইট বাতিল করুন, যাতে যাত্রী ও বিমান নিরাপদ থাকে।”
এদিকে, হুথি-ঘনিষ্ঠ আল-মাসিরাহ টিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইয়েমেনের সাদা শহর এবং রাজধানী সানার বিভিন্ন স্থানে একাধিক বিমান হামলা চালিয়েছে।
এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে।