নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও জর্ডানে অবস্থানরত অনিবন্ধিত বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
মঙ্গলবার সৌদি আরব সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “গত সফরে আমি সৌদি আরবের সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। এবারের সফরে জানতে পেরেছি, সৌদি আরব ইতোমধ্যে অনিবন্ধিত নারী শ্রমিকদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।”
সৌদি আরবে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি কনফারেন্সে অংশ নেওয়ার ফাঁকে ড. আসিফ নজরুল সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী (শ্রম) ড. আবদুল্লাহ এন আবুথনাইনের সঙ্গে বৈঠক করেন। এছাড়া জর্ডানের এক মন্ত্রীর সঙ্গেও তার বৈঠক হয়।
জর্ডানের পক্ষ থেকেও জানানো হয়েছে, ইচ্ছা প্রকাশ করলে সেখানকার অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিকরা বৈধতা পেতে পারেন।
উল্লেখ্য, ২০০৪ থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত সৌদি আরব প্রায় ৬ লাখ এবং জর্ডানে ২ লাখ ১১ হাজার বাংলাদেশি নারী শ্রমিক নিয়োগ দিয়েছে। এবারে বাংলাদেশ সরকার জর্ডানে পুরুষ শ্রমিক নিয়োগও বাড়ানোর অনুরোধ জানিয়েছে।