১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালী ভার্সিটির, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজের ৭০ তম সভা অনুষ্ঠিত

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি(পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ কমিটির ৭০ তম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের পিজিএস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল লতিফ, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ এর ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার ও আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, ইএসডিএম অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মুহসিন হোসেন খান, আইন অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন, এফবিএ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ খোকন হোসেন, মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজেদুল হক, এনএফএস অনুষদের ডিন প্রফেসর মোঃ শহিদুল ইসলাম ও এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন অনুষদের ডিন, পিজিএস কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্য ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “পোস্ট গ্রাজুয়েট শিক্ষার মানোন্নয়নে গবেষণার গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পবিপ্রবি-তে আমরা শিক্ষার্থী ও গবেষকদের জন্য একটি উদ্দীপনামূলক পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর। ভাইস-চ্যান্সেলর বলেন, যুগোপযোগী গবেষণা, আন্তর্জাতিক মানের প্রকাশনা এবং বহুমাত্রিক গবেষণা উদ্যোগ আমাদের লক্ষ্য। সকল অনুষদের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় গবেষণাক্ষেত্রে এক নতুন উচ্চতায় পৌঁছাবে—এটাই আমাদের প্রত্যাশা।” সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top