৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে তরুনীকে ২৩ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে ১ জন গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী থেকে এক কিশোরী (১৫) কে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ভাড়া বাসায় আটকে রেখে ২৩ দিন ধরে ধর্ষণের অভিযোগে ধর্ষণ মামলার আসামী শফিকুল (৩০) কে রাজবাড়ীর পাংশা থেকে র‌্যাব-১০ গ্রেপ্তার করেছে। শফিকুল রাজবাড়ী সদর উপজেলার হরিহরপুর গ্রামের মৃত লাল চাঁদের ছেলে।

সোমবার (০৫ মে) দিবাগত রাত দেড় টার সময় রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) র সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার বলেন,  গত ৮ এপ্রিল সকাল সাড়ে ১১টার সময় তরুনী (১৫)’কে তার বসতবাড়ি থেকে মোঃ শফিকুল ইসলাম ফুসলিয়ে বিয়ের প্রলোভন দিয়ে অপহরণ করে। তাকে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার উত্তর সুবিদখালী গ্রামের একটি ভাড়া বাসায় নিয়ে গত ৮ এপ্রিল থেকে গ ১ মে পর্যন্ত একাধিক বার ধর্ষণ করে। পরে তরুনীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে রাজবাড়ী সদর থানায় গত ৩ মে মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এ অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় সোমবার (৫ মে) দিবাগত রাত দেড় টার সময় র‌্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী জেলার পাংশা থানার পাট্টা এলাকায় অভিযান পরিচালনা করে। ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীকে রাজবাড়ী সদর থাানায় হস্তান্তর করা হয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

অনলাইন জুয়া নিষিদ্ধ সহ সাইবার সুরক্ষা অধ্যাদেশে আগের ৯টি ধারা বাতিল

নিজস্ব প্রতিনিধি: আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশে উল্লেখযোগ্য পরিবর্তন এনে ইন্টারনেটকে প্রথমবারের মতো মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি অনলাইন

আলেমদের হারামজাদা বলায় ফটিকছড়িতে এনসিপি নেত্রী উমামা ফাতেমাকে অবাঞ্ছিত ঘোষণা

মাওলানা আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি সম্প্রতি এক সরাসরি লাইভ আলোচনায় ‘জাতীয় নাগরিক পার্টি’ ও ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেত্রী উমামা ফাতেমা দেশের আলেম-ওলামাদের উদ্দেশ্যে ‘হারামজাদা’, ‘গবেট’

সৌদি আরব ও জর্ডানে অনিবন্ধিত নারী শ্রমিকদের বৈধতার প্রক্রিয়া শুরু, আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও জর্ডানে অবস্থানরত অনিবন্ধিত বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও

ফিরোজায় পৌঁছালেন বেগম খালেদা জিয়া

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার সঙ্গে

Scroll to Top