নিজস্ব প্রতিবেদক:
কাশ্মীর হামলার পরিপ্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়লো যখন ভারত পাকিস্তানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার রাতের প্রথম প্রহরে এই হামলার ঘটনা ঘটে, যা নিশ্চিত করেছে পাকিস্তানের ডন ও ভারতের এনডিটিভি।
পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফফরাবাদ অঞ্চলে ভারত ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে।
ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ নামে একটি সামরিক অভিযান শুরু করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই অভিযানে পাকিস্তান এবং পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের অন্তত নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। ভারত সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এসব স্থাপনা ছিল সন্ত্রাসী কার্যক্রমের ঘাঁটি, যা থেকে ভারতের বিরুদ্ধে আক্রমণের পরিকল্পনা করা হচ্ছিল।
সরকারি বিবৃতিতে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক স্থাপনাগুলো এ হামলার লক্ষ্য ছিল না। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, আজাদ কাশ্মিরের মুজাফফরাবাদ শহরের পার্বত্য অঞ্চলে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ভারতের সেনাবাহিনী তাদের বিবৃতিতে জানায়, তারা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামোয় আঘাত হেনেছে এবং মোট নয়টি স্থানে সফল হামলা চালিয়েছে।