নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তানি ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৬ মে) পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি।”
তিনি আরও বলেন, “মানুষ অতীতের ওপর ভিত্তি করে জানত যে কিছু ঘটতে চলেছে। কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে। তবে আমি আশা করি, এটি খুব দ্রুত শেষ হবে।”
ট্রাম্পের এই মন্তব্য দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার সময় এসেছে। ভারতের হামলা ও পাকিস্তানের পাল্টা জবাবে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে।