৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক:

পাকিস্তানি ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৬ মে) পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি।”

তিনি আরও বলেন, “মানুষ অতীতের ওপর ভিত্তি করে জানত যে কিছু ঘটতে চলেছে। কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে। তবে আমি আশা করি, এটি খুব দ্রুত শেষ হবে।”

ট্রাম্পের এই মন্তব্য দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার সময় এসেছে। ভারতের হামলা ও পাকিস্তানের পাল্টা জবাবে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ভারতীয় হামলায় নিহত ২৬, পাল্টা হামলায় পাকিস্তানের প্রতিরোধ; সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা

নিজস্ব প্রতিবেদক: ভারতের মঙ্গলবার রাতের ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন হামলাকে ‘অকারণ যুদ্ধ ঘোষণা’ এবং পাকিস্তানের সার্বভৌমত্বের ‘নগ্ন লঙ্ঘন’ বলে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান।

সীমান্তে ভয়াবহ সংঘর্ষ: ভারত-পাকিস্তানের হামলা-পাল্টা হামলায় নিহত ২৬, গুলিবিদ্ধ ৪৬

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীর নিয়ে টানাপোড়েনের মধ্যেই মঙ্গলবার রাত থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত। ভারতীয় বিমানবাহিনী পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে একাধিক স্থানে হামলা চালিয়েছে।

সীমান্তে উত্তেজনার মধ্যে পাকিস্তানের দাবি: ভারতীয় সেনারা সাদা পতাকা তুলেছে

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীর ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই দুই দেশ একে অপরের ভূখণ্ডে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। বুধবার পাকিস্তান দাবি করেছে, সীমান্তে চোরা কমপ্লেক্স এলাকায়

ভারতের ‘অপারেশন সিন্দুর’-এ হামলা, পাশে ইসরাইল, নিন্দায় তুরস্ক

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান ও দেশটির অধিকৃত কাশ্মীর অঞ্চলে নয়টি স্থাপনায় ভারতের বিমান হামলার পরপরই প্রকাশ্যে এসেছে ইসরাইলের সমর্থন। ভারত এই সামরিক অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন

Scroll to Top