নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তানে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে আটজনে পৌঁছেছে, আহত হয়েছেন অন্তত ৩৫ জন। পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ বিভাগ আইএসপিআর-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে।
মঙ্গলবার রাতের পরপরই কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদ অঞ্চলে এই হামলা চালানো হয়। আইএসপিআর বলছে, পাকিস্তান ইতোমধ্যে পাল্টা প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে।
এর আগে ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে একটি ভয়াবহ হামলায় ২৬ জন প্রাণ হারান, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। ভারত ওই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে। দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লে ইরান ও রাশিয়া শান্তির উদ্যোগ নেয়, তবে তা কাজে আসেনি। জম্মু-কাশ্মিরে হামলার ঠিক দুই সপ্তাহ পর পাকিস্তানে এই পাল্টা হামলা চালায় ভারত।