নিজস্ব প্রতিবেদক:
কাশ্মীর ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই দুই দেশ একে অপরের ভূখণ্ডে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। বুধবার পাকিস্তান দাবি করেছে, সীমান্তে চোরা কমপ্লেক্স এলাকায় ভারতীয় সেনারা সাদা পতাকা উত্তোলন করেছে, যা যুদ্ধবিরতির প্রতীক হিসেবে দেখা হয়।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এক্স-এ (সাবেক টুইটার) বলেন, “প্রথমে তারা তদন্ত থেকে পলায়ন করেছে, এখন যুদ্ধক্ষেত্র থেকেও পালাচ্ছে।”
পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান—তিনটি রাফাল, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০—ভূপাতিত করেছে। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “পাকিস্তান যে কোনো উসকানির যোগ্য জবাব দিচ্ছে। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর তীব্র গুলি বিনিময় চলছে।” তবে আল জাজিরা জানিয়েছে, ভারতীয় সেনারা সাদা পতাকা তুলেছে—এই দাবি তারা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।