নিজস্ব প্রতিবেদক:
খাগড়াছড়ির মাটিরাঙা ও পানছড়ি সীমান্ত দিয়ে একসঙ্গে ৬৬ ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। বুধবার (৭ মে) ভোরে এসব অনুপ্রবেশকারীদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা নিজেদের গুজরাটের বাসিন্দা এবং বাংলা ভাষাভাষী বলে দাবি করেছেন।
সূত্র জানায়, গুজরাট থেকে বিমানে করে এনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা শান্তিপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেন।
বিজিবি জানায়, ভোর সাড়ে ৪টা থেকে মাটিরাঙার তাইন্দং সীমান্ত দিয়ে ১৫ জন, গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন এবং পানছড়ির লোগাং ইউনিয়নের রুপসেনপাড়া সীমান্ত দিয়ে ২৪ জন বাংলাদেশে প্রবেশ করেন। পরে পৃথক অভিযানে বিজিবি তাদের আটক করে।
বিজিবির খেদাছড়া ব্যাটালিয়নের একটি টহল দল স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গোমতী ইউনিয়নের হাজীপাড়া আবুল মাস্টারের বাড়ি থেকে ২৭ জনকে আটক করে। অন্য সীমান্ত পয়েন্টগুলো থেকেও একইভাবে আটক করা হয় বাকিদের।
খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “সর্বশেষ তথ্য অনুযায়ী ৬৬ জন ভারতীয় নাগরিক সীমান্ত পেরিয়ে এসেছে। বিজিবি বিষয়টি তদারকি করছে। প্রশাসন ও পুলিশ বিজিবির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। তাদের দ্রুত পুশব্যাকের চেষ্টা চলছে।”