৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি

পাকিস্তানের ৪টি ও ভারতের ২১ বিমানবন্দর বন্ধ

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি

ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে দেশ দুইটির কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়- ইসলামাবাদ, করাচি, লাহোর ও শিয়ালকোট বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্দ করা হয়েছে।

পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে যাত্রীদের সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখতে অনুরোধ করেছে।

এর আগে মঙ্গলবার ও বুধবার রাতে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ভারত বিমান হামলা চালানোর পর, দেশটির আকাশসীমা ৪৮ ঘণ্টার জন্য বন্ধ ছিল, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে তা আবার চালু করা হয়।

অন্যদিকে ভারতের উত্তরাঞ্চলের কমপক্ষে ২১টি বিমানবন্দর আগামী ১০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বন্ধ রাখা বিমানবন্দরগুলো ভারতশাসিত জম্মু-কাশ্মির ছাড়াও পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান ও গুজরাট রাজ্যের বলে জানা গেছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ভারত সরকারের অনুরোধে ‘মুসলিম’ নামের জনপ্রিয় ইন্সটাগ্রাম পেজ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ৬.৭ মিলিয়ন অনুসারীসম্পন্ন ‘মুসলিম’ নামের একটি জনপ্রিয় ইন্সটাগ্রাম পেজ ভারতে বন্ধ করে দিয়েছে মেটা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানায়, ভারত সরকারের আইনি অনুরোধে মেটা

ভারতীয় ১২টি ড্রোন ভূপাতিত, এক বেসামরিক নিহত: পাকিস্তান সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান সশস্ত্র বাহিনী জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর পাঠানো ১২টি ড্রোন পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে প্রবেশের চেষ্টা করলে তা প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৮

ভারতীয় হামলায় নিহত ২৬, পাল্টা হামলায় পাকিস্তানের প্রতিরোধ; সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা

নিজস্ব প্রতিবেদক: ভারতের মঙ্গলবার রাতের ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন হামলাকে ‘অকারণ যুদ্ধ ঘোষণা’ এবং পাকিস্তানের সার্বভৌমত্বের ‘নগ্ন লঙ্ঘন’ বলে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান।

সীমান্তে ভয়াবহ সংঘর্ষ: ভারত-পাকিস্তানের হামলা-পাল্টা হামলায় নিহত ২৬, গুলিবিদ্ধ ৪৬

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীর নিয়ে টানাপোড়েনের মধ্যেই মঙ্গলবার রাত থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত। ভারতীয় বিমানবাহিনী পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে একাধিক স্থানে হামলা চালিয়েছে।

Scroll to Top