১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশছাড়া নিয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ যা জানাল

নিজস্ব প্রতিনিধি:

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।

চিকিৎসার জন্য দেশত্যাগ:
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আবদুল হামিদের বিরুদ্ধে কোনো ধরনের দেশত্যাগের নিষেধাজ্ঞা ছিল না। ফলে চিকিৎসার প্রয়োজনে তাকে দেশ ছাড়তে দেওয়া হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বুধবার রাত ১১টার দিকে আবদুল হামিদ বিমানবন্দরে পৌঁছান। প্রয়োজনীয় ইমিগ্রেশন যাচাই-বাছাই শেষে দেশত্যাগের অনুমতি পান তিনি।

হত্যা মামলার তথ্য:
সূত্রমতে, আবদুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা রয়েছে, যা গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং ওবায়দুল কাদেরের নামও উল্লেখ করা হয়েছে।

দায়িত্বকাল:
আবদুল হামিদ প্রথমবারের মতো রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন ২০১৩ সালের ২৪ এপ্রিল এবং দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেন ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি। এছাড়া, ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নবম জাতীয় সংসদের স্পিকার হিসাবে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top