মোঃ নুর আলম পাপ্পু, খোকসা প্রতিনিধিঃ
খোকসা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) রাত ৭টা ৫ মিনিটে একতারপুর গ্রামের কারিগরপাড়া এলাকায় মোঃ আমিরুল ইসলাম (৬৫) এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর এ অভিযান পরিচালিত হয়।
আটককৃত যুবকের নাম মোঃ আনিছ হোসেন (২৪), পিতা এরশাদ শেখ, স্থায়ী ঠিকানা একতারপুর দক্ষিণপাড়া, থানা খোকসা, জেলা কুষ্টিয়া। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে মামলা নং- ৩
অভিযান শেষে আটককৃত আসামীকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে খোকসা থানা সূত্রে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।