নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ থেকে মুক্ত থাকা জরুরি এবং নিজেদের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ-চীন সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইয়াও ওয়েন বলেন, “অভ্যন্তরীণ সিদ্ধান্তে বাংলাদেশকে স্বাধীনভাবে কাজ করতে হবে। কোনো তৃতীয় পক্ষের প্রভাব যেন সার্বভৌম সিদ্ধান্তে বাধা সৃষ্টি না করে।”
তিনি আরও উল্লেখ করেন, “বর্তমান পরিস্থিতি শান্ত রাখতে উভয় দেশকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং উত্তেজনা কমানোর উদ্যোগ নিতে হবে। এমন সংকটময় মুহূর্তে চীন সবসময় সত্যের পাশে থাকবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে সহায়তা করবে।”
চীনের রাষ্ট্রদূত জানান, চলতি মাসের শেষের দিকে চীনের বাণিজ্যমন্ত্রী শতাধিক ব্যবসায়ী ও বিনিয়োগকারীর একটি বিশাল প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরে আসছেন। ইয়াও ওয়েনের মতে, এত বড় বাণিজ্যিক প্রতিনিধি দল এর আগে বাংলাদেশে আসেনি, যা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
ইয়াও ওয়েন বলেন, “স্থিতিশীলতা ছাড়া কোনো দেশই অগ্রগতির শিখরে পৌঁছাতে পারে না। সংস্কার একটি দেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ বিষয়ে চীন কোনো পশ্চিমা দেশের মতো প্রকাশ্যে মন্তব্য করতে চায় না। আমরা পারস্পরিক সম্মান বজায় রেখে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী।”