আবু রায়হান, রাজশাহী কলেজ প্রতিনিধি
Keeping humanity alive: hope , help, heal” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহী কলেজে প্রথমবারের মতো পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস -২০২৫। দিবসটি উপলক্ষে রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং ভাঁজপত্র উন্মোচন করা হয়।
বৃহস্পতিবার ( ৮মে ) সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী কলেজ দলের দলনেতা রবিউল হাসান মিন্টু নেতৃত্বে রাজশাহী কলেজ ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আল আমিন হকের সভাপতিত্বে কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি আওতায় সকালে বর্ণাঢ্য র্যালি শেষে কলেজের কলা ভবনের ১০৬ নম্বর রুমে আলোচনা সভা এবং ভাঁজপত্র উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদিন টিচার ইনচার্জ , যুব রেড ক্রিসেন্ট ,রাজশাহী কলেজ ইউনিট।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মু. যহুর আলী বলেন, রেডক্রিসেন্ট সেচ্ছাসেবী মানবতার সংগঠন হিসেবে সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি গাজায় ইজরায়েলি বর্বর হামলায় রেডক্রিসেন্ট কিভাবে মানবতার সংগঠন হিসেবে কাজ করছে। এছাড়াও ইজরায়েলি বর্বর হামলায় রেডক্রিসেন্টের অনেক সদস্যদের নির্মমভাবে হত্যার ঘটনাও ঘটেছে।
তিনি বলেন, রাজশাহী কলেজ রেডক্রিসেন্ট দল বিভিন্ন সময় মানবতার কাজে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। ভবিষ্যতে কলেজ প্রশাসনের পক্ষ থেকে আমরা এই ধারাকে অব্যাহত রাখার জন্য সহযোগিতা করে যাবো।
১৯২৮ সালের ৮ই মে রেড ক্রসের প্রতিষ্ঠাতা জীন হেনরি ডুনান্ট সুইজারল্যান্ড এর জেনেভা শহরে জন্মগ্রহণ করেন। মহান এই ব্যক্তিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে প্রতিবছর তার জন্মদিনটিকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারাবিশ্বে উদযাপন করা হয়।