২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

আজ রাতেই আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক নিষিদ্ধকরণের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) রাতে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ফ্যাসিস্ট ও খুনী আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা হচ্ছে। দলটির নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আসামিদের জামিন দিয়ে মুক্তি দেওয়া হচ্ছে। আর রাষ্ট্রপতিকে চোখের সামনে পালিয়ে যেতে দেওয়া হয়েছে, যা সরকারের প্রতি আমাদের আস্থাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, “জুলাইয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল খুনীদের বিচার। মুজিববাদীরা বাংলার মাটিতে আর কখনো রাজনীতি করতে পারবে না। আজ রাতেই আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত ফয়সালা হবে।”

নাহিদ ইসলাম তার পোস্টে জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়ে বলেন, “আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের স্পষ্ট রোডম্যাপ না আসা পর্যন্ত আমরা রাজপথ থেকে সরব না। সবাইকে আহ্বান জানাই, সব শক্তি, সব শহিদ পরিবার এবং আহতদের নিয়ে রাজপথে নেমে আসুন। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”

এনসিপি নেতার এই আহ্বানে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবি এবং রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে নাহিদ ইসলামের এই কঠোর বার্তা রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top